সভাপতির বাণী :

মানসম্মত প্রাথমিক শিক্ষা জাতীয় উন্নয়নের পূর্বসূত্র।  আজকের শিশু ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী । শিশুকে ভবিষ্যতের দক্ষ মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা হলো প্রথম প্রথম ও প্রধান সোপান। শিশুদের মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষা অর্জনের লক্ষ্যে ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্বনামধন্য প্রতিষ্ঠান।  দক্ষ শিক্ষক মন্ডলী যারা পরিচালিত এই বিদ্যালয়টি সুখেতে দীর্ঘ সময় ধরে বজায় রয়েছে। শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয় আনন্দঘন পরিবেশ সৃষ্টি ও শিখন শেখানো কার্যক্রম পরিচালনায় শিক্ষকমন্ডলী দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন। সুইচ অফ পরিবেশ শিক্ষক অভিভাবক ও সচেতন ব্যবস্থাপকদের যৌথ প্রচেষ্টা মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষার বাস্তবায়ন সম্ভব যা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগরি হিসেবে গড়ে তোলায় আমার লক্ষ্য।

মোহাম্মদ ইউসুফ আলী

 প্রধান শিক্ষক

 ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়